Posts

Showing posts with the label রাস্থা

সেল্ফি বলে দেবে আপনার হার্ট, রক্তচাপ কেমন আছে

Image
  মোবাইল ফোন আছে? ‘সেল্ফি’ তোলেন? অভ্যাসটা যদি আপনার নাও থেকে থাকে, দু’একটা না হয় তুলেই ফেলুন।   নিদেন পক্ষে, কি করে তুলতে হয়, তা জেনে রাখুন। কাজে আসবে। ‘ ইয়োরোপিয়ানহার্ট জার্নাল’-এ প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়েছে, আপনার সেল্ফিই বলে দেবে আপনার হার্টের অসুখ আছে কিনা।   ছবিটা শুধু মেইল করে পাঠিয়ে দিতে হবে আপনার ডাক্তারবাবুর কাছে। বাকি কাজটা মেশিন করবে।   আপনার মুখ দেখে সে বলে দেবে আপনার হার্ট বা হৃদযন্ত্র কেমন আছে। এই প্রথম দেখা গেল যে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে মানুষের মুখের চেহারা থেকে জানা যাচ্ছে তাদের হার্টের অবস্হা, বলেছেন চিনের গবেষক ঝে ঝেঙ।   উনি সে দেশের একজন প্রথম সারির চিকিৎসা বিজ্ঞানী ও সেখানকার ন্যাশনাল সেন্টার অফ কার্ডিওভাসকুলার ডিজিজেজ-এর ডিরেক্টর। বিজ্ঞানী ঝে বলেছেন যে, তাঁদের ওই নির্ণয় পদ্ধতিটি আরও উন্নত করতে হবে।   কিন্তু প্রাথমিকভাবে দেখা গেছে কম্পিউটার মুখ দেখে হার্টের অবস্হা সম্পর্কে একটা সঠিক ধরণা করতে পারছে।   এই প্রযুক্তির সুফল হল এই যে, হাসপাতাল বা ক্লিনিকে আসার আগেই একজন রোগীর হার্টের অবস্হা সম্পর্কে জানা যাবে,