Posts

Showing posts from May, 2022

৩২ হাজার বছরের পুরনো বীজ থেকে জন্মাল গাছ

Image
Photo:  S. Yashina et al , Proc Natl Acad Sci USA 2012, Figure 3 বীজটা ছিল ৩২ , ০০০ বছেরের পুরনো । কিন্তু সেই আদিম কালের বীজ থেকে গাছ গজিয়েছে । আর সেই গাছে আবার ফুলও ফুটেছে । তাই দেখে আশ্চর্য হয়েছেন বিজ্ঞানীরা । বীজটা পাওয়া যায় রাশিয়ার সাইবেরিয়ায় । এবং বীজটিকে সংরক্ষণ করার কৃতিত্ব দেওয়া হয়েছে সেকালের কাঠবিড়ালদের । আজ থেকে ১০ বছরেরও কিছু কাল আগে , ২০০৭ সালে , রুশ, হাঙ্গেরিয়ান ও মার্কিন বিজ্ঞানীদের একটি দল হিমশীতল সাইবেরিয়ায় আদিম কালের কাঠবিড়ালরা গর্ত খুঁড়ে কেমন বাসা বানাত , তা জানাই তাঁদের গবেষণার বিষয় ছিল । তাঁরা জানতে চাইছিলেন যে , তুষার যুগের অসহনীয় পরিবেশে , কাঠবিড়ালরা থাকার জন্য তাদের সুড়ঙ্গগুলি কী ভাবে তৈরি করত । তার মধ্যে ঠান্ডা আটকানর ব্যবস্থাই বা কী ছিল । সেখানে খাবার জমা করত কি তারা ? এই সব অজানা প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে , একটি সুড়ঙ্গের মধ্যে তাঁরা আবিষ্কার করেছিলেন একটি বীজ । মাটির নীচে , ১২৫ ফিট গভীরে , পাওয়া গিয়েছিল সেটি । গবেষকরা বলেছেন যে , জমে যাওয়