Posts

Showing posts from August, 2022

এবার রেকর্ড ভাঙ্গল সিও-২

Image
  বেড়েই চলেছে ,   সে বেড়েই চলেছে। তাকে নিয়ন্ত্রণের জন্য বিশ্ব জুড়ে কত বৈঠক , কত চুক্তি। কিন্তু লাগাম ছাড়া গতিতে তার পরিমাণ বৃদ্ধি পেয়েছে আমাদের বায়ু মন্ডলে , যা পৃথিবীকে ক্র মশ গরম করে তুলছে। সে কার্বন ডাইঅক্সাইড বা সিও-২। এবং গত মে মাসে সে সমস্ত রেকর্ডই ভেঙে ফেলেছে। বিজ্ঞানীরা বলছেন , শিল্প যুগ শুরুর আগে বায়ুমন্ডলে গড়ে যে পরিমাণ সিও টু থাকত , বর্তমানে তার থেকে ৫০% বৃদ্ধি পেয়েছে। আসলে বিদ্যুৎকেন্দ্র , যানবাহন , ফার্ম ও অন্যান্য নানা উৎস থেকে বেরিয়ে আসা কার্বন ডাইঅক্সাইড বায়ুমন্ডলে বিপুল পরিমাণে মিশে যাচ্ছে। ২০২১ সালে বাতাসে ওই কার্বন ডাইঅক্সাইডের মাত্রা ছিল ৩৬২০ কোটি টন। মানব সভ্যতার ইতিহাসে যা সর্বোচ্চ। আর বাতাসে এই সিও টু ’ র মাত্রা বেড়ে পৃথিবী যত গরম হয়ে উঠছে , ততই প্রকৃতিতে অঘটনও ঘটছে বেশি। বর্তমানে বিশ্বের গড় তাপমাত্রা ১.১ ডিগ্রি সেলসিয়াস যা শিল্প যুগের আগের থেকে বেশি। এবং প্যারিস চুক্তি অনুযায়ী এই তাপমাত্রা কমানোর যে লক্ষ্য মাত্রাই ঠিক করা হোক না কেন দেখা যাচ্ছে , তা ক্র মশই বেড়ে চলেছে। ফলে বিশ্বের নানা প্রান্তে প্রবল তাপপ্রবাহ বেড়েছে। তার প্রভাবে বিশেষ করে ইউরোপে বহু মানু

চাঁদের মাটিতে জন্মাল গাছ

Image
  চাঁদে গাছ না জন্মালেও , চাঁদের মাটিতে গাছ জন্মেছে। না এটা কোনও ধাঁধার লাইন নয়। সত্যিই , চাঁদ থেকে নিয়ে আসা মাটিতে লাগানো হয়ে ছিল বীজ। আর তাই থেকে ফুটে বেরিয়েছে গাছের চারা। মানুষের ইতিহাসে কেন , পৃথিবীর চারশো কোটি বছরের ইতিহাসে এমনটা আগে কখনও ঘটেনি। চাঁদ থেকে নিয়ে আসা মাটিতে গজালো গাছ! তাই হয়তো কোনও একদিন , পূর্ণিমার চাঁদের বুকে চাষ করে , গম ফলিয়ে , তৈরি করা যাবে ঝলসানো রুটি। মার্কিনযুক্তরাষ্ট্রের ফ্লরিডা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই অকল্পনীয় সাফল্য অর্জনকরেছেন । ‘ কমিউনিকেশন বায়োলজি ’ জার্নালে বেরিয়েছে তাঁদের গবেষণার ইতিবৃতান্ত। চাঁদের মাটি পৃথিবীর মাটি থেকে গুণগত ভাবে আলাদা। তবুও সেই মাটিতে যে গাছ গজাতে পারে , বিজ্ঞানীরা তা প্রমাণ করে দেখিয়েছেন। এই সাফল্যের পেছনে বিজ্ঞানীদের কৃতিত্ব যেমন আছে , তেমনই আবার , গাছও প্রমাণ করেছে তার অসীম প্রাণশক্তি। কোটি কোটি বছর ধরে পৃথিবীর মাটিতে নিজেদের বিস্তার ঘটিয়ে , বাতাস থেকে কার্বন-ডাইঅক্সাইড শুষে নিয়ে আর অক্সিজেন ছড়িয়ে , তারা এই গ্রহকে সব প্রাণীর বাসযোগ্য করে তুলেছে একটু একটু করে। এবার তারা দেখিয়ে দিল , চাঁদের মাটিকেও তারা আপন করে নিতে পারে।