Posts

Showing posts from May, 2024

কোনও রাজা রাণী ছিল না মহেঞ্জোদারোয়

Image
  মহেঞ্জোদারো আমরা যদি এক ‘ সবাই রাজার দেশে ’ বা এক নৃপতিহীন রাজ্য যেতে চাই ,   তা হলে বাক্স-প্যাটরা , জলের বোতল নিয়ে চড়ে বসতে হবে একটা টাইম মেশিনে। সেটা আমাদের নিয়ে যাবে বহু দূরে। আজ থেকে প্রায় হাজার পাঁচেক বছর পেছনে। সেই কয়েক হাজার বছর আগের এক কাক-ডাকা ভোরে , আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে: মহেঞ্জোদারো। সে এক জমজমাট শহর। রাস্তাঘাট , বাড়িঘর , দোকানপাট , খাদ্যশস্যের ভা ণ্ডা র ,   সুভদ্র নাগরিক বৃন্দ   — সব মিলিয়ে যাকে বলে এক সমৃদ্ধ সভ্যতা। সেই নগরের অদূরেই বয়ে গেছে এক নদ। সিন্ধু নামে সেই প্রবাহ আজও খ্যাত। ভ্রমণপিপাসু পর্যটক আমরা। তাই সময় নষ্ট না করে আমরা সকাল সকাল নগর দর্শ নে বেরিয়ে পড়ব। ২০২৪ সালের জীবনযাত্রায় অভ্যস্ত আমরা। তাই খৃস্টপূর্ব ২৬০০ সালের এক শহরে গিয়ে আমরা যে দিশেহারা বোধ করব ,   তা কিন্তু নয়। দেখব ,   আজকের অনেক শহরতলির চেয়ে সেই শহর অনেক বেশি উন্নত। ঠিকই যে ,   সেখানে গাড়িঘোড়া , বাস , ট্রাম , ট্রেন , অটো , টোটো , রিক্সা ইত্যাদি নেই। তাই চলা ফেরা করতে গেলে পা য়ের জোর লাগবে কিছু বেশি। আরও একটা সমস্যা অবশ্য আমাদের বেশ বেগ দেবে। তা হল ভাষা। কয়েক হাজার বছর পরে , আজও উদ্ধা