Posts

Showing posts from September, 2022

২০০০ বছরের বরফ ৩০ বছরে হারালো হিমালয়

Image
  হিমের আলয়ে বরফ আর কত দিন থাকবে ? এভারেস্ট থেকে যে তথ্য এসেছে , তা মোটেই ভালো নয়। হিমালয় সম্পর্কে যাঁরা খোঁজ খবর রাখেন , তাঁরা সাউথ কোল-এর নাম শুনে থাকবেন। ২৬ , ০০০ ফিট ওপরে , সেটি একটি হিমবাহ। এভারেস্টে যে পর্বতারোহীরা ওঠেন , তাঁরা এই হিমবাহ পেরিয়ে পৃথিবীর সব চেয়ে উঁচু শৃঙ্গের দিকে অগ্রসর হন।   সেই হিমবাহ দ্রু ত গলে যাচ্ছে। সব হিমবাহই গলে। আবার তুষারপাতের ফলে , বরফ জমা হয় সেখানে। কিন্তু ‘ সাউথ কোল গলছে এক অস্বাভাবিক হারে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা পত্রে বলা হয়েছে যে , সাউথ কোল-এ যে হারে বরফ জমে ছিল , তার চেয়ে ৮০ গুণ হারে গলে যাচ্ছে সেখানকার বরফ।   গবেষকরা ওই পাহাড়ে দু ’ টি আবহাওয়া পর্যবেক্ষণ স্টেশন তৈরি করে ছিলেন। পৃথিবীতে সেগুলি হল সব চেয়ে উঁচুতে অবস্থিত ওই ধরনের পর্যবেক্ষণ কেন্দ্র। সেখান থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে , সেখানে যে বরফ জমা হতে সময় লেগে ছিল ২ , ০০০ বছর , সেই পরিমাণ বরফ ১৯৯০-এর পর থেকে গলে গেছে । অর্থাৎ , মাত্র ৩২ বছরের মধ্যে।   গবেষকরা এও বলেছেন , যে দশ বছর ধরে জমে ওঠা বরফ গলে যাচ্ছে এক বছরে। তথ্য থেকে আরও জানা গেছে যে , সাউথ কোল-এ ১৮০ ফিট (৫৪ মিটার