Posts

Showing posts from August, 2021

প্রাণী জগতে দুই সমাজের মায়েরা

Image
HERMANN BREHM/MINDEN PICTURES দুই সমাজের, দুই ছবি। বেজিদের মধ্যে শিশুদের ক্ষেত্রে কোনও ভেদাভেদ নেই। সেখানে সবাই সমান। আর হায়নাদের   সমাজে বাচ্চারা বৈশম্যের শিকার হয়। বেজিদের মধ্যে সব মায়েরা সব বাচ্চাদের দেখাশোনা করে।   নিজের বাচ্চাদের বেজি মায়েরা বেশি দেখাশোনা করে আর   অন্যের বাচ্চাদের দূরে সরিয়ে রাখে, এমনটা হয় না। একটা বেজি-আস্তানায়, সব মায়েদের একই রাতে, এক সঙ্গে বাচ্চা হয়। ফলে, কে কার বাচ্চা তারা নিজেরাও স্থির হয়ত স্থির করতে পারে না। তাই সব মায়েরা, সব বাচ্চাদের একই সঙ্গে পালন করে। তাদের সমাজে প্রকৃতি কেন এই নিয়ম বলবদ করেছে, তা জানা যায়নি এখনও। তবে, শিশু মৃত্যুহার কমানর ক্ষেত্রে এ যে এক অব্যর্থ উপায়, বে বিষয়ে কোনও সন্দেহ নেই। গবেষকরা বিষয়টিকে আরও গভীরে গিয়ে দেখতে চান। সিত্যিই কি বেজিদের মধ্যে এই ধরনের উদারতা আছে? ব্রিটেনের এক্সেটার ও রোহ্যাম্পটন ইউনিভারসিটির বজ্ঞিানীরা আফ্রিকার উগান্ডায়, কয়েকটি সন্তানসম্ভবা বেজিকে নিয়ে একটি পরিক্ষা চালান । সাতটি দলে ভাগ করা হয় তাদের। কয়েকটিকে খুব ভাল করে খাওয়ান হতে থাকে, আর কয়েকটিকে প্রয়োজনের তুলনায় কম খাবার দেওয়া হয়। এর ফল যা হওয়ার তাই হয়। যে সন

বৃহৎ এক ঘাতক তাপপ্রবাহ

Image
মালবী গুপ্ত প্রাণঘাতী কোভিড ১৯’র পর কি তাপপ্রবাহই পরবর্তী     বৃহৎ ঘাতক হিসেবে হাজির হবে পৃথিবীতে ? বিজ্ঞানীদের মনে এমন একটা আশঙ্কা দানা বাঁধছে বটে । কারণ জলবায়ু পরির্বতনের ধাক্কায় বিশ্বের নানা প্রান্তে যে হারে তাপমাত্রা বেড়ে চলেছে , তাতে অদূর ভবিষ্যতে এমন একটা সম্ভাবনা জোরালো হয়ে উঠছে । কারণ জুনের শেষে পশ্চিম কানাডা ও আমেরিকার উত্তর পশ্চিমে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে তাপপ্রবাহ ঘটেছে , তাতে ইতিমধ্যেই অন্তত পাঁচশ’র বেশি মানুষের প্রাণ গেছে । বিবিসি . কম’র একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে , বিশ্বের তাপমাত্রা যে হারে বৃদ্ধি পাবে ভাবা হয়েছিল , দেখা যাচ্ছে তার থেকে অনেক দ্রুত ও বেশি মাত্রায় তা পৃথিবীকে উষ্ণ করে চলেছে । এবং তা ঘটছে লাগাম ছাড়া ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি পোড়ানোর জন্যই । জানা যাচ্ছে তাপ বৃদ্ধির পূর্ববর্তী সব রেকর্ড ভেঙে দিয়েছে এবার । কানাডায় আগেকার সর্র্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস । এই জুনে সেখানকার ব্রিটিশ কলোম্বিায় গ্রাম লিটো