Posts

Showing posts from February, 2024

টইটেনোসরাসের হ্যাচারি ভারতের মধ্যপ্রদেশ

Image
  মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকা যদি কখনও যান , জানবেন আপনি ডাইনোসরদের খাস তালুকে পা রেখেছেন। আজ যে ভাবে নর্মদা নদী বয়ে যায় , কোটি কোটি বছর আগে ঠিক তেমন ভাবেই বইত কিনা বলা মুস্কিল। তবে যেখানে বিন্ধ্যাচল ও সতপুরা পর্বতমালা একে অপরের সঙ্গে মিলেছে , সেই অমরকণ্টক থেকে নর্মদার যাত্রা শুরু। সেই সব জায়গা এখনও অরণ্যে ঢাকা। বন্য প্রাণীও আছে , প্রায় ৭৬ প্রজাতির। তার মধ্যে আছে আমাদের রয়েল বেঙ্গল টাইগার , গওর বা বুনো মো ষ, ঢোল বা বন্য কুকুর , ভালুক , চৌ সিঙ্গা বা এক প্রজাতির হরিণ ও ব ø ্যাকবাক। এক কালে , এখানে যত্রতত্র ঘুরে বেড়াত ডাইনোসরেরা। সেটা ছিল ক্রিটেসিয়াস যুগের শেষ দিক। অর্থাৎ , ৬৬.৬ মিলিয়ন বা সাড়ে ছ ’ কোটি বছর আগে। আর তারা কোনও হেঁজিপেঁজি , এলেবেলে ডাইনোসর ছিল না। তারা ছিল টাইটানোসরাস। সমগ্র ডাইনোসর কূলে বৃহত্তমদের মধ্যে একটি দৈত্যকায় প্রজাতি। তাদের আকৃতির কথা মনে রেখেই তাদের নাম রাখা হয়। গ্রিক শব্দ ‘ টাইটান ’- এর মানে হল প্রকাণ্ড, শক্তিমান। তাই তাদের নাম দেওয়া হয় টাইটানোসরাস। নর্মদা উপত্যকা ধার জেলায় সম্প্রতি পাওয়া গেছেটাইটানোসরাসের ২৫৬ টি ডিমের ফসিল । এই আবিষ্কার করেছেন দিল্লি বিশ্ববিদ্