Posts

Showing posts from October, 2021

উষ্ণায়ন: এবার লাল আলো জ্বাললেন বিজ্ঞানীরা

Image
  এবার সরাসরি লাল সংকেত দেখালেন বিজ্ঞানীরা। সমুদ্রে ভয়ঙ্কর ঘূর্ণীঝড় সৃষ্টি হলে , লাল সঙ্কেত জারি করে বিপদ সম্পর্কে সাবধান করা হয় সকলকে। তেমনই পৃথিবীজুড়ে যে এক প্রবল বিপর্যয় ঘনিভুত হচ্ছে , সে সম্পর্কে বিশ্ববাসিকে সাবধান করতে এবার বিজ্ঞানীরা দেখিয়েছেন লাল অলো।  মানুষের কর্মকান্ডের ফলে , পৃথিবীর আবহাওয়া ক্রমশ গরম হয়ে উঠছে। গ্রিনহাউস গ্যাস ক্রমাগত জমছে বায়ুমন্ডলে। বাতাসে কর্বনের পরিমান বিপদসীমার কাছে পৌঁছে গেছে। বনভূমি ধ্বংস আর জলাভূমির বিলোপ , পরিবেশকে করে তুলছে শুষ্ক , রুক্ষ। এ সবের ফলে , পরিবেশ গরম হয়ে উঠছে।   আজ থেকে ২৫০ বছর আগে , পৃথিবীর গড় তাপমাত্রা যা ছিল , আগামী দিনে সেই তাপমাত্রা যদি ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায় , তাহলে হাজার হাজার প্রজাতির প্রাণীর পক্ষে তো বটেই , এমনকি কোটি কোটি মানুষের পক্ষেও খেয়ে-পরে সুস্থভাবে বেঁচে থাকাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। অনেক দিন ধরে এই কথা বলে আসছেন বিজ্ঞনীরা। কিন্তু মানুষের জীবনযাত্রা যাঁরা নিয়ন্ত্রন করেন , বিজ্ঞনীদের কথাগুলো তাঁদের কানে গেলেও , মগজ অবধি পৌঁছচ্ছিল না। গত মাসে , বিশ্বের বিজ্ঞানীরা যে রিপোর্ট রাষ্ট্রপুঞ্জের হাতে তুলে দিয়েছেন , তাতে