Posts

Showing posts from June, 2021

মানুষও কি একদিন বিষধর হবে

Image
  দুর্মুখ মানুষ সম্পর্কে বলা হয়, তাদের মুখ দিয়ে যেন বিষ ঝরে। তাঁদের ভাষার ঝাঁজ বোঝাতেই, এমনটা বলা হয়।   তবে মানুষের মুখ থেকে বিষ ঝরার ভবিষ্যৎ সম্ভাবনা – বা বিষধর মানুষের আবির্ভাব – বোধহয় একেবারে উড়িয়ে দেওয়া যায় না। অন্তত, কল্পবিজ্ঞানের জগতে তেমনটা হওয়া তো একেবারেই অকল্পনীয় নয়। বিষ অনেক প্রাণীরই আছে। সাপের কথাটা প্রথমেই মনে এলেও, জলে স্থলে বহু প্রাণী, বিষকে শিকার ও আত্মরক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করে। প্রাণী বিশেষে বিষের বৈশিষ্ট্য ও তীব্রতায় তারতম্য ঘটে।   কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে, বিষ তৈরির কাজ যে জিনের সক্রিয়তায় হয়, সেই জিন আছে সরীসৃপ ও স্তন্যপায়ীদের শরীরে। ‘রয়াল সোসায়েটি পাবলিশিং’-এ প্রকাশিত জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র গবেষক অগ্নীশ বড়ুয়া ও অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভারসিটির আলেকজান্ডার মিখেয়েভ-এর গবেষণাপত্র থেকে জানা গেছে এ কথা। ভেনম বা বিষ অনেক প্রাণীর মধ্যে পাওয়া যায় - যেমন, জেলিফিস, মাকড়সা, বিছে, সাপ ও স্লো লোরিসের মতে স্তন্যপায়ী প্রাণীর মধ্যে।   এবং যদিও বিবর্তনের মধ্যে দিয়ে তারা বিষ ছড়ানোর আলাদা আলাদা উপায় আয়ত্ত করেছে,