Posts

Showing posts from November, 2021

নীল রং সব গেল কোথায়

Image
প্রকৃতির দিকে এক বার ভালো করে তাকিয়ে দেখুন তো। গাছপালা , পশু-পাখি , মাটি , পাথর , পাহাড় , বয়ে-চলা নদী - সবের ওপর দিয়ে চোখ বুলিয়ে যান। খেয়াল করে দেখবেন যে , নীল রঙটা খুব বেশি চোখে পড়ছে না। আকাশ আর সমুদ্র বাদ দিলে , প্রকৃতিতে নীলের ব্যবহার তেমন নেই বললেই চলে। তাহলে কি ধরে নেওয়া যেতে পারে যে , নীল রঙ প্রকৃতির পছন্দ নয় ? আমরা যে রঙ দেখি , সেগুলি আসলে প্রতিফলিত আলোর বর্ণ। তার মানে , কোনও কিছুর ওপর আলো পড়লে , তার থেকে কিছুটা প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পৌঁছয়। তার ফলে , আমরা সেই আলোর বর্ণগুলি দেখতে পাই।   ধরা যাক , আপনার কালো জামাটার কথা। সেটা কালো কেননা , সেটা থেকে কোনও আলোক রশ্মি আমাদের চোখে এসে পৌঁছয় না। আলোর সাতটা রঙই শু ষে নেয় আপনার জামা। তাই সেটিকে কালো দেখায়। কিম্বা আসা যাক কৃষ্ণকলির কথায় - সেই কালো মেয়ে , যার কালো হরিণ চোখ মুগ্ধ করেছিল রবীন্দ্রনাথকে। শ্যামবর্ণ কৃষ্ণকলির গায়ের ত্বক এমনই যে তা শু ষে নেয় আলোর বেশিরভাগ বর্ণ। তাই ছোট-বড় তরঙ্গ তুলে সেগুলি আপনার চোখে পৌঁছনর কোনও সুযোগই পায় না। কবিগুরুর চোখেও পৌঁছয়নি।   তাইতো কৃষ্ণকলি কালো। সেই কারণেই তো আঁধারও কালো। সূর্য ডুবে গেলে , প