Posts

Showing posts from February, 2022

সূর্য’র কাছে পৌঁছে গেছে মহাকাশযান পার্কার

Image
  সূর্যের পরিম ন্ড লে পৌঁছে গেছে পার্কার । এই প্রথম , মানুষের পাঠানো কোনও মহাকাশযান সূর্যের কাছাকছি পৌঁছল । যে সূর্য আমাদের আলো দেয় , উত্তাপ দেয় , প্রাণের অস্তিত্ব নিশ্চিত করে , আর আমাদের পৃথিবীকে নিজের সৌরজগতে আটকে রাখে তার নিজস্ব আকর্ষণে , সেই অগ্নিগোলকের মতো নক্ষত্রটি কেমন ? এই প্রশ্ন তো মানুষ অনাদি কাল থেকে করে আসছে । তারই উত্তর খুঁজতে পার্কার গেছে সূর্যের কাছে । চাঁদ ও মঙ্গলকে জানতে কেউ না কেউ মাঝেমাঝেই মহাকাশযান পাঠাচ্ছে তাদের লক্ষ্য করে । শুক্র গ্রহ সম্পর্কেও জানার আগ্রহে সেখানে গবেষণাযান গেছে নিয়মিত ।   আমাদের সৌরমন্ডলের বাইরে যে এক অসীম , অজানা শূন্যতার জগৎ রয়েছে , সেটি সম্পর্কে ধারণা করার জন্যও সেখানে এখন ভেসে চলেছে ভয়জার - ১ । ইন্টারস্টেলার স্পেস বা আন্তর্নাক্ষত্রিক মহাকাশ বা নক্ষত্রলোকে সেই যাত্রার কোনও শেষ নেই । ভয়জার - ১ ভেসে চলবে অনন্তকাল । যতদিন না তার যান্ত্রিক চোখ , কান , নাক ও হৃৎপি ণ্ড  সমেত সে ভষ্মীভূত হয়ে যাচ্ছে কোনও এক তারার আগুনে । তবুও তার

জল, স্থল, অন্তরিক্ষ ভরে উঠছে জঞ্জালে

Image
প্রকৃতি পাহাড় সৃষ্টি করেছে । এশিয়ার হিমালয় , দক্ষিণ আমেরিকার অ্যান্ডিজ , উত্তর আমেরিকার রকিজ , ইয়োরোপের অ্যাল্পস আর আফ্রিকার কিলিমাঞ্জারো । এই সব বিরাট , বরফের মুকুট পরা পাহাড়গুলি প্রকৃতির তৈরি । প্রকৃতির এই সৃষ্টিগুলি এতই সুন্দর , এতই রোমাঞ্চকর ও প্রাণপ্রাচুর্যে ভরা যে , তাদের আকর্ষণে যুগে যুগে , দলে দলে , মানুষ গিয়েছে তাদের কাছে । তাদের দেখতে । তাদের শোভা উপভোগ করতে । তাদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে নিজেদের মন আর শরীরকে আবার চাঙ্গা করে তোলার আশায় । মানুষও কিন্তু দিকে দিকে পাহাড় সৃষ্টি করে চলেছে । তবে তা জঞ্জালের পাহাড় ! প্রতিদিন মানুষ যে পরিমাণ জঞ্জাল সৃষ্টি করে , পৃথিবীর আর কোনও প্রাণী তার অনুভাগও সৃষ্টি করে না ।   আবর্জনা সৃষ্টিতে আমরা ওস্তাদ হয়ে উঠেছি , কিন্তু সেই আবর্জনা কী ভাবে সরাতে হবে তা আমরা জানি না । তাই আমরা যেখানে সেখানে জঞ্জাল ফেলি । আমাদের বাড়ির চারপাশে । মাঠে - ময়দানে । চাষের জমিতে । পুকুরে , খালবিলে । নদী , সমুদ্রে । পাহাড়ে - পর্বতে । আমাদের শহরগুলির