Posts

Showing posts from July, 2021

বিপদ সীমায় পৌঁছচ্ছে কারবন ডাইঅক্সাইড

Image
  প্রতি বছর বছর একটা সময় উত্তর মেরুতে বরফ কমে যায় । গ্রীষ্মকালে বরফ গলা শুরু হয় । সেপ্টেম্বর মাসে বরফের পারিমাণ সব চেয়ে কম থাকে । তারপর আবার শীত আসার সঙ্গে সঙ্গে নতুন করে বরফ জমতে থাকে । সেখানে বরফ গলা আর জমার ছবিটা ধরা পড়ে উপগ্রহ থেকে পাওয়া ছবিতে । গত বছর উত্তর মেরুতে বরফ এতটাই কমে গিয়েছিল যে বলা হচ্ছে , ৪২ বছরে কেবল একবারই এমনটা হয়েছিল । তাছাড়া উত্তর মেরুর বায়ুমন্ডলে যে পরিমাণ কারবন - ডাইঅক্সাইড জমেছে , তা মানব ইতিহাসে আগে কখনও হয়নি । ‘ ইন্টার গভর্ণমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ ’ জানিয়েছে যে , আজ সেখানে কারবন ডাইঅক্সাইডের পরিমান ৪২০ পিপিএম । সেখানকার বাতাসে এই পরিমাণ কারবন ডাইঅক্সাইড গ্যাস আগে একবার জমে ছিল বটে । তাবে তা হয়েছিল ৩০ লক্ষ বছর আগে । প্লায়েওসিন যুগে । ‘ দ্য কনভারসেশন ’ - এ প্রকাশিত এক লেখায় দুই ভূবিজ্ঞনী লিখেছেন যে , উত্তর মেরুর বায়ুমন্ডলে এই পরিবর্তন সারা প্রথিবীর পরিবেশকে বদলে দেবে । সমুদ্রে জল বাড়বে । আবহাওয়ার গতিবিধি পাল্টাবে । আর