Posts

Showing posts from July, 2022

অ্যামাজনে ছানাধরাদের উপদ্রব চলছে

Image
  সাও পাওলোতে উদ্ধার-করা  ‘ টার্কয়েজ  ফ্র নটেড ’  টিয়ার বাচ্চা অগস্ট আর সেপ্টেম্বর , এই দুটো মাস খুব দুঃসময় অ্যামাজনের ‘ টার্কয়েজ ফ্র নটেড ’ টিয়াদের জন্য। অসাধারণ দেখতে ওই পাখি। বুকটা তাদের নীল-সবুজ পালকে ঢাকা। চোখের চারপাশটা হলুদ। আর চোখের মনিটা একটা লাল রিং দিয়ে ঘেরা। ওই দুটি মাসে তাদের বাচ্চারা একটু বড় হয়ে ওঠে। ছোট ছোট ডানা গজায় তাদের। কিন্ত ডানা মেলে উড়ে যাওয়ার মতো বড় হয়ে ওঠে না তখনও। মায়েরা খাবার নিয়ে এলে , তারা বাসায় বসেই মায়ের মুখ থেকে খাবার খায়। ওই সময় , টিয়ার ছানাদের ডাকে ভরে ওঠে অ্যামাজনের জঙ্গল। টিয়াদের কাছে এ এক অতি সুখের সময় হওয়ারই কথা। কিন্তু ওই আনন্দমুখর দিনগুলিতেই হঠাৎই শোকের ছায়া নামে অ্যামাজনের বনে। গাছে গাছে টিয়াদের বাসা থেকে এক এক করে উধাও হয়ে যেতে থাকে বাচ্চারা। টিয়া দম্পতিরা উড়ে উড়ে হন্যে হয়ে খুঁজে বেড়ায় তাদের। কিন্ত দেখা মেলে না আর। খাঁচাব ন্দী হয়ে , জঙ্গলের চোরাপথ দিয়ে , তারা পাচার হয়ে যায় বনের সীমানার বাইরে। এক অচেনা , অজানা ইঁট-কাঠের জঙ্গলে চিরকালের জন্য হারিয়ে যায় ওই নীল-সবুজ টিয়ার শিশুরা। মোঙ্গাবে-তে প্রকাশিত ডিমাস মা র্কে জ-এর   এক বিস্তারিত প্রতিবেদন থে

তিব্বতের হিমবাহে মিলল প্রাচীন সব জীবাণু

Image
Photo: Science.org তিব্বতের পাহাড়ে গিয়ে ছিলেন কয়েক জন বিজ্ঞানী। হিমবাহ নিয়ে গবেষণা করেন তাঁরা। হিমালয়ের খুব উঁচু এলাকায় যে তুষার জমে থাকে , সেই বরফের হালহকিকত জানাই ছিল তাঁদের উদ্দেশ্য। বছর বছর , হিমালয়ের পাহাড়ে তুষারপাত হয়। এ বছরের বরফ পরের বছর সবই গলে জল হয়ে যায় না। অনেকটাই জমে থাকে ২০ হাজার ২২ হাজার ফিট ওপরের প্রবল ঠাণ্ডায় । সেই জমে থাকা বরফের ওপর আবার তুষারপাত হয়। এই ভাবে , বছর বছর , দশকে দশকে একটা বরফের আস্তরণের ওপর জমা হয় আরও একটা আস্তরণ। যেন একটা লেপের ওপর চাপানো হয় আরও একটা লেপ , তার ওপর আরও একটা... পাহাড়ের ২২ , ০০০ ফিট উচ্চতা থেকে বিজ্ঞানীরা নিয়ে আসেন একটা বরফের চাঁই। ওই বরফ যাতে গলে না যায় , সেই ব্যবস্থা ছিল তাঁদের। তারপর , মার্কিন যুক্তরাষ্ট্রের ওহায়েও ইউনিভারসিটিতে ফিরে এসে গবেষণা শুরু হয়। বিশ্লেষণ করে দেখা যায় , বরফের ওই খণ্ড টি ১৫ , ০০০ বছর পুরনো। সেই কবে , কোন সুদূর অতীতে , বরফ পড়ে ছিল , পাহাড়ে। সেই বরফ হাজার হাজার বছর সেখানে থাকার পর , চলে যায় এক ঝকঝকে আধুনিক গবেষণাগারে। সেখানে শুরু হল সেটির নানা বিষয় নিয়ে অনুসন্ধান। আর সেই