Posts

Showing posts from November, 2023

মস্তিষ্কের সিন্দুকে রাখা থাকে স্মৃতি

Image
  পুরানো সেই দিনের কথা , সেই চোখের দেখা প্রাণের কথা কি কখনও ভোলা যায় ? যায় না। তাই অনেক কাল কেটে গেলেও , বার বার মনের মধ্যে ফিরে ফিরে আসে সেই ভোরের বেলা ফুল তোলার স্মৃতি।   আসলে মনে রাখার মতো কোনও ঘটনা যাতে আমরা ভুলে না যাই , তার জন্য আমাদের মস্তিষ্কে বিশেষ ব্যবস্থা আছে। সে স্মৃতি সুখেরই হোক বা দুঃখের।   সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের রকেফেলার ইউনিভারসিটির গবেষক রাজা সেতুপতি , মস্তিষ্কে স্মৃতি কী ভাবে সঞ্চিত হয় , তা অনুসন্ধান করে দেখেছেন। ‘ নেচার ’ জার্নালে প্রকাশিত হয়েছে তাঁর গবেষণা পত্র ।   দেখা গেছে , আমাদের মস্তিষ্কের যে অংশে স্মৃতি সঞ্চিত হয় সেটির নাম , হিপোক্যাম্পাস। স্মৃতির মহাফেজখানার এমন অদ্ভুত নাম হলো কেন , তা বলা মুশকিল। গ্রিক ভাষায় ‘ হিপো ’ মানে ঘোঁড়া। আর ‘ ক্যামপাস ’ হলো সমুদ্রের দানব। দু ’ টি শব্দ ল্যাটিন ভাষায় এক হয়ে গিয়ে , তৈরি হয় ‘ হিপোক্যাম্পাস ’ । তার সঙ্গে আমাদের স্মৃতি ভাণ্ডারের কী সম্পর্ক , তা চিকিৎসাশাস্ত্রের রচয়িতারাই বলতে পারবেন।   একটা সম্পূর্ণ ঘটনা আমাদের ব্রেনের হিপোক্যাম্পাসে গচ্ছিত থাকে। সেই ঘটনার স্মৃতিকণাগুলি আবার আলাদা আলাদা করে রাখা

প্রাণীদের কি মন আছে?

Image
  আমাদের চারপাশে যারা থাকে -   কুকুর , বেড়াল , গরু , ছাগল ,  ঘোড়া -   তাদের কি আনন্দ বা মন খারাপ হয় ? তারা কি কখনও মানসিক যন্ত্রনায় ভোগে ? অথবা আবসাদের শিকার হয় কি তারা ? এক সময় মনে করা হত , এই সব প্রাণী বা পশুদের মন বলে কোনও বস্তু নেই। এখনও অনেকে তেমনটাই মনে করেন। তাই তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন তাঁরা। এমনকি অত্যাচারও করে থাকেন। প্রাচীন ভারতে মনে করা হত মানুষ সহ সব প্রাণীরই আত্মা আছে। আমরা সকলে , একে অপরের সঙ্গে , সেই সূত্রে বাঁধা। তাই প্রাণীদের প্রতি অহিংস আচরণের কথা বলা হয়েছিল বার   বার। এখন বিজ্ঞান বলছে , পৃথিবীজুড়ে ছড়ানো আছে প্রাণের এক বিশাল জাল , যাতে জীবাণু , কীটপতঙ্গ , হাতি — ঘোড়া , জলের পুঁটি থেকে তিমি , মানুষ - সবাই জড়িয়ে আছি সেই প্রাণের জালে। এখন এও বলা হচ্ছে , প্রাণীদের মনও আছে। ফ্রান্সের রেন ইউনিভারসিটির প্রাণী বিজ্ঞানী মার্টিন হসবার্গার বলেছেন , প্রাণীদের আচরণ দেখে আমরা তার মানে বুঝতে পারি না অনেক সময়। যেমন , মাঝে মাঝে পোশা ঘোড়াদের ভীষণ লম্ফঝম্প করে খেলতে দেখা যায়। মনে হবে , তারা বোধহয় আনন্দ করছে নিজেদের মধ্যে। হসবার্গ ৩০ বছর ধরে ঘোড়া নিয়ে গবেষণা